পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । ማy বিধুমুখীর প্রবেশ । বিধু। তারা গেল , কোথা? বোধ হয় এতক্ষণে পেরুরামের সঙ্গে কথা বার্তা কয়ে আসল বৃত্তান্তটা টের পেয়েছেন। আর যে, র্তার মনে কখন সন্দেহ হয় না, সে গুমরটাও বোধ হয় এতক্ষণে ভেঙ্গেছে ! কিন্তু কোথায় তিনি ?—রাগ তো করেন নি ; যদি রাগই বা করে থাকেন, তা হলে আমাকে এসে ধম্‌কাচ্ছেন না কেন ? যা হোক প্লামার ভয় হচ্চে ! কেন আমি মরতে র্তার সঙ্গে बुद्धे করতে গিয়েছিলেম ? তার সঙ্গে এখন দেখা হলে সমস্ত বৃত্তান্তটা বুঝিয়ে বলি। পর্ণ। (নেপথ্য হইতে ভাণ করিয়া বিকট চীৎকার ) হা! বিধুমুখী । পেরুরাম । ( নেপথ্যে ) সামাল । সামাল। (তলবারে তলবারে ঋনবনি শব্দকরণp ·