পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১০০ ) কুটীরে না হেরে মুনি, প্রবেশিল সে অমনি, রঙ্গ করে অহল্যারে নিয়া ॥ বিধাতা হইয়। কামী, আপন তনয়৷ গামী, সুর্য্য করে বড়বা লঙ্ঘন । গুরু পত্নী হরে ইন্দু ধরেছে কলঙ্ক বিন্দু, - আছে দেখ তার নিদর্শন। সই, সেই পোড়া মদন সব পারে, তার অকাৰ্য্য কিছুই নাই। মহিলা । তাকে কি কেউ শাসন কত্তে পারে না ? মাধবী। কখনই কেহ পারে নাই, কিন্তু একবার মহাদেব সেই কন্দৰ্পের দৰ্প চূর্ণ করেছিলেন। মহিলা। খুব করে ছিলেন। একেবারে মেরে ফেল্লিয় ভাল হতে । মাধবী। হুঁ, একেবারেই নষ্ট করে ছিলেন, কিন্তু তাহার স্ত্রী রতির বড় করুণ রোদন শুনিয়া তাকে আবার প্রাণ দান দেন । - মহিলা । ই দিতে পারেন, লোকে তাহাকে আশুতোষ কহে । মাধবী। সে কন্দৰ্প তদবধি সেই ভয়ে আর পুরুষের নিকটে যায় না, কেবল অবল স্ত্রীজাতির প্রতিই দৌরাত্ম্য প্রকাশ করে! বিশেষত বিরহিণী দেখিলে তাহার অধিক প্রতাপ প্রকাশ পায়। অতএব আমি