পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১০৬ ) যৌবন জলদ কাল অতীত দেখিয়া । অমনি সে সরোবর গেল শুকাইয়া ॥ এখন আইল পান্থ সন্তাপ পাইয়া । উহাকে শীতল তবে করিব কি দিয়া ॥ শান্তৰী। হোক না, দেখা যাকু। জাকুৰী। তোর বরং হয় হোক, আমার কি আর

  • বের সময় আছে ? অামি অন্তদন্ত হীন হয়েছি, এখন “তীর্থে যাওয়াই উচিত।

গায়ে দিয়া নামাবলি, মুখে হরি২ বলি, চলে যাব নানা তীর্থ স্থান । দেব দ্বিজে যথা শক্তি, পূজিব করিয়া ভক্তি, মুক্তি পথ করিব বিধান । এবার সেথোর সাথে, যাইয়া ক্ষেত্রের রথে, জগন্নাথ করিব দর্শন। পরে বারানসী বাস, করেছিনু অভিলাষ, বুঝি তার হইল খণ্ডন ॥ ভাল শাস্তবি, এখন কি আমি শিংভেঙে বাছুরের পালে মিৰ্যবো ? ? শাম্ভবী। দিদি, ক্ষতি কি ? হলেই ব1। জাহ্লবী। ছি ! ছি:! বলিসনে২ ! লজ্জ করে। 麟