পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১১৩ ) হে অন্তঃকরণ,তুমি সেই রম্ভোর সম্ভোগে সদা সন্তোষি রহিয়াছ কিন্তু এই সহভব, সহ বদ্ধমান, পরমপ্রেমাস্পদ এবং তোমার বিরহে অহরহ মিয়মাণ যে এই শরীর ইহার প্রতি উপেক্ষা করিয়া সেই অচির পরিচিত চারুলোচনার অমৃগমনে তুমি কি নিতান্ত নিন্দনীয় হইতেছ না ? সেই ইন্দীবরাহ্মীর অপ্রত্যক্ষে নয়ন যুগলে জলধারা গলিত হইতেছে,তাহার পীযুষ সদৃশ মধুরালাপ শ্রবণাভাবে কর্ণকুহর ক্লেশ পাইতেছে, এবং তাহার পরীরম্ভ সম্ভোগ না থাকায় কায় যষ্টি সীতিশয় শীর্ণ হইয়াছে ; কিন্তু মন, তুমি সে রঙ্গিণীর সততসঙ্গি হইয়াও যে প্রচুর দুঃখ প্রকাশ করিতেছ তাহা আশ্চৰ্য্য ! বিশেষতঃ সঙ্গমাবস্থা অপেক্ষা বিয়োগাবস্থাতেই তুমি সুখি —সকল ইন্দ্রিয়গণকে বঞ্চনা করিয়া এক্ষণ তাহার অসামান্য রূপলাবণ্য নিরীক্ষণ-মধুরালাপ-লহরীশ্রবণ,—অধর-সুধাস্বাদন,— সুগন্ধি-নিশ্বাস সমীরণাযুণ–এবং সেই অনন্যাড়শ সুশীতল-শরীর স্পর্শ ইহ সমস্তই তুমি অনুভব করিতেছ তবে তোমার ক্লেশ কি ? অথবা তুমি নিতান্ত লঘ প্রকৃতি,অহুযোগ যোগ্য নহ। বিধাতাকেই ভৎসন করা বিধেয় । ভো ভগবন, বিধাতা, তুমি কি হেতু আমার ললাটপটে নিষ্ঠুরাক্ষর বিন্যাস করিয়াছ ? আমি তোমার কোন অপরাধ করি নাই, ! নিরপরাধে ক্লেশ দেওয়া বিবেচকের কৰ্ম্ম নহে !