পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২৩ ) ইতিহাস কিছু বলিব ? শ্ৰীমন্ত করিয়া কোলে বেহুলা নাচনী । রথের তলায় ওই দেখলে সজনি ॥ পঞ্চানন বলে সত্যপীরের বারত । ব্যাধের রমণী আমি হবে মোর সত ॥ ধৰ্ম্ম । আর বিদ্য প্রকাশে কায নাই, বুঝেছি ? অভব্য। বুঝেছ তো মজেছ,—যে বুঝেছে সেই মজে ছে । ধৰ্ম্ম । কুলপালকের বাটতে এসেছেন কি করিতে ? অভব্য । কেন ? বে দিতে । ধৰ্ম্ম । বিবাহ দিবার মন্ত্র জানেন ? অভব্য। বিবাহ দিবার P মন্ত্র জানি না কিন্তু বিবাহ * রাত্রের ? মন্ত্র জানি । ধৰ্ম্ম | ई, তাই বলুন দেখি } অভব্য। বল্যে কি দেকেত পাবেন ? শুন্তেই পাবেন। ধৰ্ম্ম । (স্বগত) অভব্যের নিকটেও অভব্য হইলাম ! (প্রকাশে) ত বলুন। অভব্য। শুনুনু –“ প্রথমে সংকল্প। বিষ্ণুর্নমোদ্য ফলারে মাসি কাড়াকড়ি পক্ষে পুটলি তথেী গোলমাল গোত্রস্য শ্ৰীমোণ্ডাচন্দ্র ” ধৰ্ম্ম। হয়েছে২, আর বলতে হবে না,এতে সংকল্প - তার পর ?