পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওগো, ওগো, মিথ্যে তাদের ডেকে বলি, “তোদের চিনি না যে ।” কাউকে চেনে পরশ আমার, কাউকে চেনে ভ্ৰাণ, কাউকে চেনে বুকের রক্ত, কাউকে চেনে প্রাণ । ফিরিয়ে দিতে পারি না যে হায় রে— ডেকে বলি, “আমার ঘরে যার খুশি সেই আয় রে, তোরা যার খুশি সেই আয় রে।’ সুকাল-বেলায় শখ বাজে পুবের দেবালয়ে । স্বানের পরে আসে তারা ফুলের সাজি লয়ে । মুখে তাদের আলো পড়ে তরুণ অালোখানি । অরুণ পায়ের ধুলোটুকু বাতাস লহে টানি । ফিরিয়ে দিতে পারি না যে হায় রে— । € रे