পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাজাও তারে বর্ণে বর্ণে ডুবাও তারে তোমার স্বর্ণে, বায়ুর স্রোতে ভাসিয়ে তারে খেলাও যথা-তথা— শূন্ত আমায় নিয়ে রচ নিত্য বিচিত্ৰতা । ওগো, আবার যবে ইচ্ছা হবে সাঙ্গ কোরো খেলা ঘোর নিশীথ-রাত্রিবেলা । অশ্রদ্ধারে ঝরে যাব অন্ধকারে গো— প্রভাত-কালে রবে কেবল নির্মলতা শুভ্রশীতল, রেখাবিহীন মুক্ত আকাশ হাসবে চারি ধারে— মেঘের খেলা মিশিয়ে যাবে জ্যোতিসাগর-পারে । শাস্তিনিকেতন। বোলপুর ২• পৌষ ১৩১২ & P