পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাই নে জাগতে পাখির রবে নতুন আলোর মহোৎসবে, চাই নে জাগতে হাওয়ায় আকুল বকুল ফুলের বাসে— তোরা আমায় ঘুমোতে দিস যদিই বা সে আসে । ওগো, অামার ঘুম যে ভালো গভীর অচেতনে যদি আমায় জাগায় তারই আপন পরশনে । ঘুমের আবেশ যেমনি টুটি দেখব তারই নয়ন ত্বটি মুখে আমার তারই হাসি পড়বে সকৌতুকে— সে যেন মোর মুখের স্বপন দাড়াবে সম্মুখে । সে আসবে মোর চোখের পরে সকল আলোর অাগে – তাহারই রূপ মোর প্রভাতের প্রথম হয়ে জাগে । ૧ ૨