পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘাটের পথ ওরা চলেছে দিঘির ধারে । ওই শোনা যায় বেণুবনছায় কঙ্কণঝংকারে । আমার চুকেছে দিবসের কাজ ; শেষ হয়ে গেছে জল ভরা অাজ— দাড়ায়ে রয়েছি দ্বারে । ওরা চলেছে দিঘির ধারে । অামি কোন ছলে যাব ঘাটে— শাখা-থরোথরে পাতা-মরোমরো ছায়া-সুশীতল বাটে ? বেলা বেশি নাই, দিন হল শোধ— ছায়া বেড়ে যায়, পড়ে আসে রোদ— এ বেলা কেমনে কাটে ? আমি কোন ছলে যাব ঘাটে ? 3 &