পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তখনো রাত আঁধার অাছে, বেজে উঠল ভেরী— কে ফুকারে, ‘জাগে সবাই, আর কোরো না দেরি ? বক্ষ-পরে তু হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে ; তু-এক জনে কহে কানে, ‘রাজার ধ্বজ। হেরি ।” আমরা জেগে উঠে বলি,

  • আর তবে নয় দেরি ।”

কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় অণয়োজন ! রাজা আমার দেশে এল, কোথায় সিংহাসন ! হায় রে ভাগ্য, হায় রে লজ্জা— কোথায় সভা, কোথায় সজ । তু-এক জনে কহে কানে,

  • বৃথা এ ক্ৰন্দন – রিক্তকরে শূন্ত ঘরে

করে। অভ্যর্থন।” ३*