পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিয়ে অামি অামি তবু আমি বইব বুকে এই বেদনার মান— তোমারি এই দান । অাজকে হতে জগৎ-মাঝে ছাড়ব আমি ভয়, অাজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়— ছাড়ব সকল ভয় । মরণকে মোর দোসর ক’রে রেখে গেছ আমার ঘরে, আমি তারে বরণ ক’রে রাখব পরানময় । তোমার তরবারি অামার করবে বাধন ক্ষয়— ছাড়ব সকল ভয় । তোমার লাগি অঙ্গ ভরি করব না অার সাজ। নাইবা তুমি ফিরে এলে ওগো হৃদয়রাজ । করব না জার সাজ । $o