পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘাটে ঘাটে তীরে তীরে যে তরী ধায় ধীরে ধীরে বাইতে হবে নিয়ে তারে নীল পাখীরে একলা প্রাণে । তারাগুলি আকাশ ছেয়ে মুখে আমার রইল চেয়ে, সিন্ধুশকুন উড়ে গেল কুলে আপন কুলায়-পানে । তুলুক তরী ঢেউয়ের পরে ওরে অামার জাগ্ৰত প্রাণ | গাও রে আজি নিশীথ-রাতে অকুল-পাড়ির আনন্দ-গান। যাক-না মুছে তটের রেখা, নাই বা কিছু গেল দেখা, অতল বারি দিক-না সাড়া বাঁধন-হারা হাওয়ার ডাকে— দোসর-ছাড়া একার দেশে একেবারে এক নিমেষে লও রে বুকে ছ হাত মেলি অস্তবিহীন অজানাকে । ৭ বৈশাখ ১৩১৩