পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె8 গঙ্গা-মঙ্গল হষ্টয়া মনুষ্য জন্ম নহি করে ধৰ্ম্ম । - আপনা ইচ্ছাএ সেই ভুঞ্জে নিজ কৰ্ম্ম ॥ br●● সজ্ঞানে অজ্ঞানে পাপ করে জথ জন । প্রায়শ্চিন্ত কৈলে পাপ হএ বিমোচন ॥ বিনি প্রায়শ্চিত্তে পাপ না ঘুচে সংসারে। সেই পাপী ভুঞ্জে আসি দক্ষিণ হুয়ারে। চৌরাশী সহস্র নরক আছে একে একে। ভুঞ্জএ পাতক পাপী নরক এই লোকে ॥ ব্ৰহ্মবধ স্বরাপান করে জথ জনে । «ffব্রাহ্মণের স্বর্ণ সেই হরএ সজ্ঞানে ॥ গুরুপত্নী হরে জেই হইয়া দুষ্টমতি । পঞ্চ মহাপাতকী জেবা এহার সংহতি ॥ yCO এই পঞ্চ পাতকীর নাছি পরিত্রাণ । প্রাণাস্তি প্রায়শ্চিন্ত ইহার বিধান ॥ ব্ৰহ্মবধি অগ্নিকুণ্ডে পোড়ে চিরকাল। প্রাণ ছাড়ে পাপী বিষম প্রঙ্গর ॥ স্বরাপান করিয়া পাতকী জথ মরে । অগ্নিসম মদ্য তাহার মুখেত জে ভরে। সুবৰ্ণ করএ চুরি পাতকী একবার। লোহার মুঘল ঘাতে তাহার প্রহর । গুরুপত্নী সকামে জেই করএ সঙ্গম ৷ তপ্ত লোহার দেহে দেহি আলিঙ্গন। Ե ( (, এহার সংসর্গ পাতকী জেই জন । অশেষ প্রকায়ে পাপ ভুঞ্জে সৰ্ব্বক্ষণ ॥