পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

36 No গঙ্গা-মঙ্গল ইঞ্জের আজ্ঞাএ ভগীরথ নৃপবর। ঐরাবত লই আইলা পৰ্ব্বত-নিয়র ॥ S8&&. গাছ পাথরে পথ নাহিক উদ্দেশ । দেখিয়া ত ঐরাবত হইলা ক্রোধবশ । শুনহ ভকত মন করিয়া নিশ্চল । দ্বিজ মাধবে কহে গঙ্গা-মঙ্গল ॥ === (ه) است. পয়ার । প্রমত্ত হইয়া তখন বোলে ঐরাবত। কেমনে ভাঙ্গিৰ আমি এ হেন পৰ্ব্বত ॥ আপনার মনে তুমি জাও ত চলিয়া । আমার কিছু লভ্য নাহি পৰ্ব্বত ভাঙ্গিয় ॥ এ বোল শুনিয়া রাজা বোলে ধীরে ধীরে। পৰ্ব্বত ভাজিলে গঙ্গা জাএন সাগরে ৷ ○8やの তবে ঐরাবত গজে বোলে পুনৰ্ব্বার। গঙ্গা পাঠাইয়া দিব কোন উপকার। যদি গঙ্গা আমারে ছুরত দেহি দান। তবে সে ভাজিব আমি পৰ্ব্বত পাষাণ ॥ এই বোল দড়াইয়া রৈলা ঐরাবত। নৈরাশ হইয়া রাজা কানো ভগীরথ ॥ শুনহ ভকত মন করিয়া নিশ্চল । দ্বিজ মাধবে কহে গঙ্গা-মঙ্গল ॥ سب سے Oس•