পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গা-মঙ্গল ** 。 ফিরিয়া ত ভগীরথ বোলে আরবার। এই পথে গঙ্গা দেবী হও আগুসার ॥ ఆo বঙ্কে বঙ্কে জাএন গঙ্গা হইয়া বেগবতী। থরতর ধারে বহে গঙ্গা ভাগীরথী ॥ মহাবেগে চলেন ভাটি নাহিক উজানি । ছেট উপর করি উঠি জাএ পানি। ৭ঙ্গ মঙ্গে জtএণ গঙ্গা সাগর টদেশে । ડિન મૂનિ જીicમ થlfા લિના હા૮નામ । গুণহু ভক ত মন করিয়া নিশ্চল । দ্বিজ মাধবে কহে গঙ্গা-মঙ্গল ॥ - ை0க তপ করে তিন মুনি চিন্তিত জে স্বরধুনী সমুখে দেখিয়া তিন স্থানে। আগে ভগীরথ জাএ ফিরিয়া ত রহি চাএ কোন বুদ্ধি করিমু এখনে ॥ ףט צ)t গঙ্গা ৰোলেন ভগীরথ সমুখে আমার পথ জুড়িয়া রহিছে তিন জনে। জাইব দক্ষিণ দেশে পুরুষের উদ্দেশে মুনির হাতে হারাইমু পরাণ ॥ ভাবেন গঙ্গা মনের ভিতরে । মহন্ত মুনির ঠাই আমার নাহি বড়াই গণ্ডষেকে পিবেক সকলে ॥ ধ্রু । এই ত বিষম পথে জাইব আমি কোন মতে এই তিন মুনির মধ্যে দিয়া ।