পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SO • १ॉछ|-मणैंड শুনিয়া প্রভুর বাণী সবিস্থিত মন । প্রভুর সে সব আজ্ঞা ন জাএ খণ্ডন। సిO শুনহ ভকত মন করিয়া নিশ্চল । দ্বিজ মাধবে কহে গঙ্গামঙ্গল । পয়ার । ব্ৰক্ষার সহিতে শিব করহে যুকতি । মহামায়া আদি তথা জথেক শকতি ॥ কেক্ষতে করিব গান প্রভুর সাক্ষাতে । বড় পরমাদ হেতু বোল সাবহিতে ॥ শুনিয়া শিবের কথা তখনে বিধাতা । ভাৰিয়া ৰোলেন কিছু জগতের পিতা। শুদ্ধ সম্বধাম প্রভূ নির্লেপ শীর। , তোহ্মা (তোহ্মার) গায়নে প্রভু হইবেন অস্থির ॥ ৯৫ ননীর পোতলি তনু কোমল অতিশয় । আপনার ভাবে প্রভু হইবেন দ্রবময় । ওঁকার পুরিয়া শিৰ করিলা আলাপ । অল্পে অল্পে আলাপিয়া রাখিলা কলাপ ॥ শুনহ ভকত জন হইয়া একচিত। চৈতন্ত-চরণে দ্বিজ মাধব-রচিত ॥ سصصدO سسسسسس. মহামায়া সহিতে ব্ৰহ্মা করেন মুকভি f প্রভূর বক্ষেত গিয়া কর ভুদ্ধি স্থিতি