পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গা-মঙ্গল পয়ার । এই মতে গঙ্গা দেবী রহিলা তথাএ। দেবের সমাজে দেৰী আপনা ইচ্ছাএ। কনক-নিৰ্ম্মিত পুরী মাণিক্য খিচনি । রতন উজ্জ্বল দিবা রাত্রি নাহি জানি ॥ গহন গম্ভীরা গঙ্গা তরঙ্গ বিশালে । দেবনারী সবে ক্রীড়া করে কুতূহলে । সিন্ধু অমর-বধু কুচযুগবাসে। কুঙ্কুম কত্ত্বরী নানা সুগন্ধি বিলাসে ॥ স্নান কর এ সবে হিল্লোল কল্লোলে । নিরবধি সুগন্ধি রহিছে মনোহরে ॥ ● ●@ ঐরাবত আদি মত্ত হস্তিগণে । মর্জিয়া ত সেই জলে করে জলপানে ॥ মদগল গগুযুগ স্থশোভিত ভৃঙ্গ। জলে অভিষেক করে গম্ভীর তরঙ্গ । প্রভাতে উঠিয়া সিন্ধু মুনি স্নান করে। কুশ কুঙ্কুম দুৰ্ব্ব দুই কুল ভরে । করিবর মকর হইল জেই জলে । তরঙ্গ রাখিয়া ক্রীড়া করে নিজ বলে । হংস সারস আদি জথ বিহঙ্গম ৷ গঙ্গাএ মর্জিয়া তারা নহি জানে শ্রম ॥ © 8 O দুই কুলে তরঙ্গ শীতল বায়ু বহে । মৎস্ত কচ্ছপ আদি জলজন্তু রহে ॥