পাতা:গল্পাঞ্জলি.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե"o গল্পাঞ্জলি সরকারের মত সাতসমুদ্র পার হয়ে এসে হাজির হতে পারবে না— । তাই সুযোগ বুঝে নিশ্চিন্ত মনে সইকান দিয়েছে । উঃ—কি ভয়ানক কথা ! কি বিশ্বাসঘাতকতা ! সে হতভাগিনীর এখন উপায় কি হয়েছে তা ভগবানই জানেন । হয় ত দুই একটি ছেলে মেয়ে মুদ্ধ তাকে ভাসিয়ে দিয়ে এসেছে। কি ধোর অধৰ্ম্ম ” দুইজনে কিয়ৎক্ষণ নীরবে বসিয়া রহিলেন । ভৃত্য চা আনিয়া দিল। সে কক্ষের প্রাস্তে, সুপ্রভার শয়নকক্ষের রুদ্ধ স্বারের বাহিরে, বিমি শুইয়া ছিল । চা পানের সময় বিমি প্রতিদিন হাজির থাকে, দুই একখানা বিস্কুট পায়। আজ তাহাকে নিকটে না দেখিয়া সন্তোষ বাৰু একখানা বিস্কুট হাতে তুলিয়া ডাকিলেন—“বিমি বিমি বিমি।” বিমি সেই খানে শুইয়া লাস্কুল নাড়িল—কিন্তু আসিল না। বিস্কুটের প্রতি তাহার এতাদৃশ ঔদাসিন্ত পূৰ্ব্বে কখনও দেখা যায় নাই। চ। পান করিতে করিতে সন্তোষ বাবু জিজ্ঞাসা করিলেন—“কাকা মশায় এখনও এলেন না ?” ந் গৃহিণী বলিলেন—“আজ র্তার আসতে একটু দেরী হবে। কাছারির পর কলকাতায় গেছেন—একটা কি সভা আছে।” সন্তোষবাবুর চা পান শেষ হইলে, গৃহিণী বলিলেন— “তুমি একটু বস। আমি সুপ্রভাকে দেখি ” “না কাকীমা—সুপ্রভাকে এখন অমুতাপ করতে দাও—তাতে ও"ি অনেক উপকার হবে।” 轟 গৃহিণী বলিলেন—“অমুতাপ করবে কেন ? ওর কি অপরাধ ? আহ। বাছ কেঁদে কেঁদে সারা হচ্ছে। আমি গিয়ে ওকে ওঠাই ।” সন্তোষ দাড়াইয়া বলিলেন -“আমি আর বসব না, বাই । কলি এসে কাকামশায়ের সঙ্গে দেখা করব এখন *