পাতা:গীতবিতান.djvu/১০৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নৃত্যনাট্য মায়ার খেলা
৯২৫

কেহ বা আপনি স্বাধীন কাহারো  চরণে পড়েছে ডোর—
কাহারো  নয়নে লেগেছে ঘোর।
সখীগণ।  ওকে বোঝা গেল না— চলে আয়, চলে আয়।
ও কী কথা-যে বলে সখী,  কী চোখে যে চায়।
চলে আয়, চলে আয়।
লাজ টুটে শেষে মরি লাজে  মিছে কাজে।
ধরা দিবে না যে, বলো, কে পারে তায়।
আপনি সে জানে তার মন কোথায়!
চলে আয়, চলে আয়।

প্রস্থান


পঞ্চম দৃশ্য


কানন


প্রমদা সখীগণ অশোক ও কুমারের প্রবেশ


কুমার।  সখী, সাধ করে যাহা দেবে তাই লইব।
সখীগণ।  আহা মরি মরি, সাধের ভিখারি,
তুমি  মনে মনে চাহ প্রাণ মন।
কুমার।  দাও যদি ফুল, শিরে তুলে রাখিব।
সখীগণ।  দেয় যদি কাঁটা?
কুমার।  তাও সহিব।
সখীগণ।  আহা মরি মরি, সাধের ভিখারি,
তুমি  মনে মনে চাহ প্রাণ মন।
কুমার।  যদি একবার চাও, সখী, মধুর নয়ানে
ওই আঁখিসুধাপানে চিরজীবন মাতি রহিব।
সখীগণ।  যদি  কঠিন কটাক্ষ মিলে?
কুমার।  তাও হৃদয়ে বিঁধায়ে চিরজীবন বহিব।
সখীগণ।  আহা মরি মরি, সাধের ভিখারি,
তুমি  মনে মনে চাহ প্রাণ মন।