পাতা:গীতবিতান.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পূজা
১৩

১৮

কেন  তোমরা আমায় ডাকো,  আমার মন না মানে।
পাই নে সময় গানে গানে।
পথ আমারে শুধায় লোকে,  পথ কি আমার পড়ে চোখে,
চলি যে কোন্ দিকের পানে  গানে গানে।
দাও না ছুটি, ধর ত্রুটি,  নিই নে কানে।
মন ভেসে যায় গানে গানে।
আজ যে কুসুম-ফোটার বেলা,  আকাশে আজ রঙের মেলা,
সকল দিকেই আমায় টানে  গানে গানে।

১৯

দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে—
আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে।
বাতাস বহে মরি মরি,  আর বেঁধে রেখো না তরী—
এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে।
তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি  বাজাবে গো আপনি আসি
আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে।

২০

রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান।
পথে চলি, শুধায় পথিক ‘কী নিলি তোর দান’।
দেখাব যে সবার কাছে  এমন আমার কী-বা আছে,
সঙ্গে আমার আছে শুধু এই কখানি গান।
ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন—
অনেক বাঁশি, অনেক কাঁসি, অনেক আয়োজন।
বঁধুর কাছে আসার বেলায়  গানটি শুধু নিলেম গলায়,
তারি গলার মাল্য ক’রে করব মূল্যবান।