পাতা:গীতবিতান.djvu/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
৩০৫

আমি একা বসি সন্ধ্যা হলে  আপনি ভাসি নয়নজলে,
কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই।


৮২

হৃদয়ের  এ কূল,  ও কূল,  দু কূল ভেসে যায়,  হায় সজনি,
উথলে নয়নবারি।
যে দিকে চেয়ে দেখি ওগো সখী,
কিছু আর চিনিতে না পারি।
পরানে পড়িয়াছে টান,
ভরা নদীতে আসে বান,
আজিকে কী ঘোর তুফান  সজনি গো,
বাঁধ আর বাঁধিতে নারি।
কেন এমন হল গো, আমার এই নবযৌবনে।
সহসা কী বহিল  কোথাকার কোন্ পবনে।
হৃদয় আপনি উদাস,  মরমে কিসের হতাশ—
জানি না কী বাসনা, কী বেদনা গো—
কেমনে আপনা নিবারি।


৮৩

না বলে যেয়ো না চলে মিনতি করি
গোপনে জীবন মন লইয়া হরি।
সারা নিশি জেগে থাকি,  ঘুমে ঢুলে পড়ে আঁখি—
ঘুমালে হারাই পাছে সে ভয়ে মরি।
চকিতে চমকি, বঁধু, তোমায় খুঁজি—
থেকে থেকে মনে হয় স্বপন বুঝি।
নিশিদিন চাহে হিয়া পরান পসারি দিয়া
অধীর চরণ তব বাঁধিয়া ধরি।