পাতা:গীতবিতান.djvu/৭৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છ૨૭ . . . श्रेजिम छन। বিদূৰক । শিকারীগণ । কালমৃগয়া গেল গেল, ওই ওই পালায় পালায়। চল চল— ছোট রে পিছে, আয় রে ত্বরা যাই । প্রস্থান বিদূষকের সভায় প্রবেশ প্রাণ নিয়ে তো সটকেছিরে, ওরে বরা, করবি এখন কী ! বাবা রে ! আমি চুপ করে এই আমড়াতলায় লুকিয়ে থাকি। এই মরদের মুরোদখান, দেখেও কি রে ভড়কালি না ! বাহবা, সাবাস তোরে— সাবাস রে তোর ভরসা দেখি । গরিব ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণীরে ঘরে ফেলে কোথা এলেম এ ঘোর বনে— মনে আশা ছিল মস্ত চলবে ভালো দক্ষিণ হস্ত, হারে রে পোড়া কপাল, তাও যে দেখি কেবল ফাকি । শিকারীগণের প্রবেশ ঠাকুরমশয়, দেরি নাসয়, তোমার আশায় সবাই ব'সে শিকারেতে হবে যেতে মিহি কোমর বাধো ক’বে।