পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[  ]
ভৈরবী। তাল জলদ্‌ তেতালা।

 ভয় রবে রাগ নিদয় করেনা।
তোমাতে থাকিলে ভয়, আর কি ভাবনা॥
অবলার কিবা বোধ, তাহাতে করেছ ক্রোধ।
বুঝালে হে আর মত, কখন হবেনা॥ ১॥

 বিলাসে অলস রস কি হবে।
যামিনী কাহার বশ, বিনয়ে কি রবে।
নিদ্রাবশে গেল কালো, সুখতো করিলে ভালো।
এখন চেতন হও, আর কে কহিবে॥ ১॥

 আর কি সহে প্রাণ বিচ্ছেদ অনল।
অনেক দিবসান্তে পাইয়া হয়েছি শীতল।
নয়ন নিকটে থাক, কার নাহি দেখি দেখ।
তিল অদর্শন হলে, হয় নয়ন সজল॥ ১॥

 সুজন সহিত প্রেম কি পরমাধিক সুখ করেছে সে জানে।
চকোরের প্রীত, চাঁদের সহিত, শশিও তেমতি
তারে তোষে সুধা দানে॥
শীতল হইবে বল্যা, পতঙ্গ অনলে জ্বল্যা, ত্যজয়ে জীবন৷
যার যেবা ভাব, সেই ৰূপ লাভ, শঠের স্বভাব,
ভাল না হয় কখন॥ ১॥