পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১০ ]
খট। তাল জলদ্‌ তেতালা।

 প্রেম সুখের সাগর জানি প্রথমেতে।
যতন করিয়ে প্রাণ সঁপিলাম তাহাতে॥ ২॥
হইল রতন লাভ কথায় কত কহিব।
দুঃখ উপজিবে ইথে ছিল ন মনেতে॥ ৩॥

মনের যে আশা তাহা যদি না পূরিত।
তবে কি পরাণ কেহ, রাখিতে পারিত॥
দেখনা চাতকী ঘন, দিব নিশি করে ধ্যান,
বারিদানে তোবে তীরে মা রাখে তূষিত॥ ১॥
তার সাক্ষী প্রদীপ পতঙ্গ আসিত।
হইয়ে আগেতে, দেখ হয় প্রজ্বলিত॥ ২॥
তার আশা পুরাইতে, পতঙ্গ পুলক চিতে,
আপনি জ্বলয়ে তাতে, রাথিতে পিরীত॥ ৩॥

বিভাস। তাল জলদ্‌ তেতালা।

 তুমি মোর প্রাণ ধন মন সকল ওলো,
এই সে কারণে আমি হইলাম রাজেন্দ্র।
নির্ভর শরীর মোর, উল্লাসিত অন্তর,
হৃদয়ে উদয় সদা প্রেম পুর্ণচন্দ্র॥
জ্বলিয়ে বিরহানলে, এবে মিলনসলিলে, হয়েছি সূস্থির।
রিপুগণ নিজ জন, দুই এবে প্রয়োজন, এমন সময়ে মম,
দেখনা কি সুন্দ্র॥ ১॥