পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২৮ ]
মালকোষ রাগ। তাল হরি৷

 মনে করি ভুলে তোরে থাকিব সুখেতে।
না দেখিলে দহে প্রাণ, মরি হে দুখেতে॥
কি জানি কেমন আঁখি, না দেখিলে সদা দুখী,
প্রাণ কহে বলদেখি, করি কি ইহাতে॥ ১॥
নিদয় হইয়ে কেন, চাতুরী করহ প্রাণ,
আপন হইলে তারে, হয় কি ত্যজিতে॥ ২॥

 নয়নজালে ঘেরিলে সকল ও মৃগনয়নি।
মনকরী মোর, পলাবার পথ তার,নাহি হেরি বিনোদিনী॥
হেতু নিজ প্রয়োজন, যদি করিলে এমন,
সহাস্য বদনে, তোষ অমিয় বচনে, উচিত হয়লো ধনি॥ ১

 মদনের শান্ত কর কান্ত সরস বসন্ত।
করে মলয়া মারুত, মনোজেরে রোষান্বিত, এমন দুবন্ত॥
কোকিল মন্ত্রিণী তায়,যার খায় তার গায়,তাহারি নিতান্ত।
ফুলগণ দেয় তাল, অলিকুল কোলাহল, সকলি অশান্ত॥ ১

 ঈষৎ হাসিয়ে হরিল আমার প্রাণ বিধুবদনী।
কিবা শোভা তার, কুন্তলের ভার, নিবিড় নীরদ জিনি॥
ভুরু শরাসন, তাহে কামগুণ, পঞ্চ বাণ বিনোদিনী।
আকর্ণ পূরিয়ে, ভুজ বিনে প্রিয়ে, সন্ধান করিছ ধনি।
প্রভাতে অরুণ, যেন দীপ্তিমান, শ্রবণে কুণ্ডল গুণি।
হেরে যে কুণ্ডল, হৃদয় কমল, প্রফুল্ল হয় তখনি॥ ২