পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৩৪
গীতাঞ্জলি

যা পেয়েছি, যা হয়েছি,
যা কিছু মাের আশা
না জেনে ধায় তােমার পানে
সকল ভালবাসা।
মিলন হবে তােমার সাথে,
একটি শুভ দৃষ্টিপাথে,
জীবনবধূ হবে তােমার
নিত্য অনুগত্য,
মরণ, আমার মরণ, তুমি
কও আমারে কথা।
বরণমালা গাথা আছে
আমার চিত্তমাঝে,
কবে নীরব হাস্যমুখে
আসবে বরের সাজে!
সেদিন আমার রবেনা ঘর,
কেই বা আপন, কেই বা অপর
বিজন রাতে পতির সাথে
মিলবে পতিব্রতা
মরণ, আমার মরণ, তুমি
কও আমারে কথা।

২৬ আষাঢ় ১৩১৭