পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৮৪


বৃন্ত হতে ছিন্ন করি শুভ্র কমলগুলি
কে এনেছে তুলি?
তবু ওরা চায় যে মুখে নাই তাহে ভৎসনা,
শেষ-নিমেষের-পেয়ালা-ভরা অম্লান সান্ত্বনা,
মরণের মন্দিরে এসে মাধুরী-সংগীত
বাজায় ক্লান্তি ভুলি
শুভ্র কমলগুলি॥


এরা তোমার ক্ষণকালের নিবিড়নন্দন
নীরব চুম্বন,
মুগ্ধ নয়ন-পল্লবেতে মিলায় মরি মরি
তোমারি সুগন্ধ-শ্বাসে সকল চিত্ত ভরি;
হে কল্যাণলক্ষ্মী, এরা আমার মর্মে তব
করুণ অঙ্গুলি
শুভ্র কমলগুলি॥

২১ আশ্বিন [১৩২১] শান্তিনিকেতন

১০২