পাতা:গোপাল কামিনী.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* V গোপাল কামিনী । এখানে বাবুরানোট কয়েক খানি একে ২ ন৷ মিলাইয়া, একশত টাকার নোট খানি,ক্লয়।হারাইয়াছে, নয় কেহ লইয়াছে, এই বিবেচনা করিয়া তাছার পরদিনই বেক্কে ও পোলিসে গমন করেন, এব° সেই নোটের স০খ্যা লিখাইয়া এই বলিয়া সৰ্বত্র ঘোষণা দেওয়ান যে“ যে ব্যক্তি অমুক স০খ্যার এক শত টাকার নোট আনিয়া দিবেক, কিম্ব তৎসম্বলিত ব্যক্তিকে ধৃত করিবেক, তাহাকে আমি দশ টাকা পারিতোষিক প্রদান করিব”। এই ৰূপে নষ্ট নোটের কথা সর্বত্র গুচার হওয়াতে, বণিক প্রভূতি কারবারী লোকেরা তদিনাবধি নোট পাইলেই দেখিয়া শুনিয়া লইতে আরম্ভ করিল। গোপাল ত এসকল বিষয় কিছুই অবগত নছে। সে, চারি পাচ দিন গেলে পর, এক দিন কামিনীকে কহিল - ভগিনি ! কামিনি' আর ত লিশ্চিন্ত থাকা যায় না ; আমি এক বার বাহির হইয়া ইতস্ততঃ অন্বেষণ করিয়া দেখি। যদি তাহার কাৰ্যোপলক্ষে বাছির হইয়া থাকেন