পাতা:গোপাল কামিনী.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b一。 গোপাল কামিনী । আমার আর এ সকল যাতনা সহ্য হয় না । নিগৃহদ্বারা আমার প্রাণ কণ্ঠাগত প্রায় হই য়াছে। তুমি অন্তর্যামী সকলই দেখিতেছ, সকলই শুনিতেছ, তথাপি আমি ব্যাকুলতায় মনের বেদন জানাইতেছি । এখন আপনার স্বাঙ্গ ইচ্ছা কৰুন! তুমি রাজরাজেশ্বর রাজার উপরি ও রাজত প্রকাশ করিতে পার। প্রজার ow প্রতি তাহারও অন্যায় হইলে তুমি তাহার দণ্ড দেও, অন্যের অবিচার হইলে তোমার সুবিচার কেনই বা না হইবেক । যাহা হউক, এ দীনের প্রতি দয়া বিতরণে বিমুখ না হইয়। মেন আপনার দীনদয়াময় নামকে সার্থক করা হয় এই আমার পুথিনা”। এই রূপে গোপাল একান্ত মনে, মনে ২ পরমেশ্বরকে ডাকিতেছে, দারোগ জমাদারকে নিকটে ডাকিয়া জিজ্ঞাসিলেন, “ কেমন হে । আসামীর মুখ থেকে কাজের কথা কিছু hইলে কি না”? জমাদার কহিল, “ না মহাশয়! চেষ্টার ত্রুটি করা যায় নাই, কিন্তু প্রথমাবধি