পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

穹引 কেননা প্লাটীয়ার যুদ্ধে উহার তাহাদিগকে বধ করিয়াছিল।" অপর যে প্রদেশে পারশের • পরাভূত হইলে গ্রাকেরা স্বাধীনতা রক্ষ হইয়াছে তাহ কি এই ক্ষণে অধীন করা উচিত? ও যে সকল দেৱতাদের কৃপায় তোমাদের জয় হইয়া ছিল তাছাদের মন্দির সকল কি নষ্ট করা উচিত? যাহা হউক আমরা সাহস পৰ্ব্বক কছিতে পারি, যে আমরা তোমাদের গৌরবজনক ও পূৰ্ব্বকালের হিতকারী, ইহাতে যদ্যপি তোমরা অন্যায় করিয়া অামাদিগকে থিৰীদের * অধীন কয়, তৰে তোমাদিগের অক্ষয় কলঙ্ক হইবে। এতাদৃশ কথনে লাসিডিমোনীয়দের * অবশ্যই দয়া হইৰে এমত অনুমান হইতে পারে; কিন্তু শ্বিবীদের* অতি গৰ্ব্বিত ও কটু উত্তর জন্য, বিশেষতঃ লাসিডিমনের আজ্ঞাজন্য তাহার তাছ। গুহ না করিয়া, প্রথম প্রশ্নে দৃঢ় থাকিয় পুনৰ্ব্বার জিজ্ঞাসা করিল, যে এই যুদ্ধেতে তোমরা লাসিডিমোনীয়দের * কোন উপকাব করিয়াছ কি না? ইহাতে পুটীয়ের।*একেং নঞ বাদ করাতে কৰ্ম্মকারির একে ২ তাহাদিগকে হত করিল। এই রূপে প্রায় দুইশত জন নষ্ট হয়, এৰ^ তাছাদের সহিত পঞ্চ ৰি-শক্তি জন আখীনৗ * ছিল তাহদেরও ঐ রূপে মৃত্যু হয় । তাহাদের স্ত্ৰীগণ জয়িদের দাসী হইয়াছিল, পরে মিগের f ও খিবি + রাজ্য বহির্ভূত লোকরণদ্বী থিবীরা ঐ পুটীয়11 নগরে বসতি করাইল, কিন্তু তৎপরবৎসরে ঐ নগর তাহার। একেবারে ধূ-স করিল । এই রূপে লাসিডিমোনীয়ের।* • থিৰাদিগ* হইতে বহু লভ্য পাইবার আশায় আর্থীনীয়দের* সহিত প্রথম সন্ধি হইবার তিরানব্বই ৰখসর পরে প্লাটায়দিগকে নষ্ট করিল । যাহা হউক ঐ যুদ্ধে জয়ী হইয়া লাপিডিমোনীয়ের* অত্যন্ত গৰ্ব্বিত না হইয়া সঙ্গত নিয়মে সন্ধি করণে সন্মত ছিল । এই