পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৪ ফিলিপ” এই যুদ্ধ নিজ হিতজনক জ্ঞান করিয় তাহার দম নের কোন চেষ্টা করেন নাই, কেনন। তিনি জানিতেন যে গ্রীক প্রদেশন্থের পরল্পৰ যুদ্ধের দ্বারা দুর্বল হইলে তিনি অবকাশক্রমে আক্রমণ করিলেই তাছদিগকে অনায়াসে অধীন কবিতে পারি ৰেন । ঐ ধৰ্ম্মীথ যুদ্ধ সমাপ্ত হওন সময়ে মহা আলেক্সাণ্ডবের • জন্ম হইয়াছিল । ইহাকে বাল্যকালে বাদ্য ও অন্যান্য বিদ্যাভ্যাস করাইৰার কাবণ অনেক শিক্ষক নিযুক্ত ছিল, কিন্তু তিনি ৰযোধিক হইলে মহাজনোপযুক্ত নীতি শিক্ষাদ্বারা সুবিচারক ও মছদন্তঃকরণ বিশিষ্ট হয়েন এই অভিপ্রায়ে তাহার পিতা ফিলিপ • অৰিষ্ট'টল্* নামক সে কালের প্রসিদ্ধ পণ্ডিতকে আসিতে বিনয় পৰ্ব্বক পত্র লিথিয়াছিলেন, কেননা তৎকালে এবিষয়ে তাহার তুল্য পারগ অন্য কেহ ছিল না । তিনি কহিয়াছিলেন, যে দেবতাগণের কৃপায় আমার পুত্ৰলাভ হইয়াছে বটে, কিন্তু এই শুভদৃষ্ট যে অরিষ্টাটলের * জীবিত সময়ে হইয়াছে, এইনিমিত্তে আমি দেবতাগণকে কোটি ২ প্রণাম কবি । অপর ফিলিপ” থুেস প্রদেশ নিজাধিকারস্থ করিবার মানসে মেসিডনিয়ণস্থ * মিথোনি । নগর অধীন করিতে প্রতিজ্ঞ করিলেন, যে হেতুক ঐ নগরের নিমিত্তে তত্রস্থ কোন চেষ্টা সফল। হইতে পারে নাই । অপর তিনি তাহা অাক্রমণ করিয়৷ অধীন করতঃ একেবারে সমভূমি করিলেন । ঐ স্থানে এক অভূত ঘটনায় তাহার এক চক্ষুর হানি হইয়াছিল। যথা আস্কুিপোলিf দেশস্থ আগষ্টর * নামক এক ব্যক্তি তাছার সহায় হইতে ইচ্ছ। কবিয়া কহিলেন, আমি এমত লক্ষ করি যে পক্ষি সকলেব অতিদুত গতির সময়ে তাহাদিগকে বাণে