পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭২ এক প্রকরণ লিথিয়াছেন, তাহার প্রথমাণ২শে তিনি এই সপ্রমাণ করেন যে বক্তৃতাশক্তি হইলে রাজার বিস্তুর উপকার জন্মিতে পারে, যেহেতুক তদৃাবা প্রজাগণেল মন আনায়াসে বশ কয় ? যায়, আর পুজাগণকে বশীভূত করণে যেমত পরাক্রম সেই মত কৌশল অর্থাৎ কথনক্ষমতাও অপেক্ষা কবে । আলেকসাণ্ডৰেব • যে কতকগুলিন উত্তর পত্র অদ্যাবধি আছে তদু’বা এই প্রকাশ হয় যে তাহার বক্তৃতায় দোষমাত্র ছিল না, কেননা সে সকল জ্ঞানে ও বোধে পরিপূর্ণ, আর অনাবশ্যক শব্দ সকল সৰ্ব্বতোভাবে বজ্জিত, তাহাতে প্রত্যেক শব্দেরই অর্থশোধ হয়। রাজাদিগের এই রূপ বক্তৃতাভ্যাস করা উচিত । হোমরেব * প্রতি তাহার যেরূপ প্রেম ও সমান ছিল তাহ উত্তম রূপে প্রকাশিত অাছে । তাইtল এক প্রমাণ এই । যথা, আর্বিল নগৰে যুদ্ধের পর পাশাঁদেব * শিবিরে মণিমাণিক্যদ্বারা ভূষিত এক স্বর্ণ নির্মিত সিন্ধুক পাওয়াতে সকলে বিবেচনা করিতে লাগিলেন যে ইহা কি কম্মের উপযক্ত ? তথন আলেক্সাণ্ডর * কহিলেন যে হোমরের* কৱিৰ্তী গ্রন্থ সকল ইহাতে রাখিবার যেমত উপযুক্ত সেই মত আর কিছুই নহে। তিনি মনে করিতেন যে তাহা অপেক্ষায় মনুষ্যের সাধ্যমতে অধিক উত্তম কৰিত। আর জমিতে পারে না। তিনি ঐ গ্রন্থকরার ইলিয়ড নামক গ্রন্থের বিশেষ প্রশ^সা করিয়া তাহাকে যুদ্ধবিষয়ক জ্ঞ নের ভাণ্ডারস্বরুপ কহিতেন । ঐ গ্রন্থের যে পুস্তকথান আরিষ্টাটল * কর্তৃক শোণিত হইয়াছিল, তাহ। তিনি সৰ্ব্বদা আপন নিকটে রাথিতেন, এব" রাত্রিতে আপন খড়ের স হত তাহা শয়ন বালিসের নীচে রাথিতেন । তিনি ঐ পুস্তকের নাম কাস্কেটু কাপি রাথিয়াছিলেন, অর্থাৎ সে সিন্ধুকের পুস্তক ।