পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই ৮৪ সঙ্গি লোকের তাবতেই তাহাকে অবজ্ঞা করিলেন, কিন্তু রাজা তাহার এতাদৃশ মাহাত্ম্য দশনে চমৎকৃত হইয়া উচ্চৈঃস্বরে কহিলেন, য়ে হায় আমি আলেকসগণ্ডর * তাহ নহিলেই ডাইওজিনি • হইতে ইচ্ছা করিতাম। আশিয়ায় । যাত্রা করণেব পৰ্ব্বে তিনি আপলোর” দৈববাণী প্রাপ্ত হওনে ইচ্ছুক হইয়া ডেলফে গমন করিলেন ; কিন্তু তিনি কুদিনে উপস্থিত হওয়াতে যাজিক মন্দিবের ভিতৰে প্ৰৱেশ করণে অসম্মত হইলেন, যেহেতুক মন্মদিনে উত্তর দিবার শাস্ত্রে নিষেধ ছিল । কিন্তু কেছ যে র্তাহার মতে অমত করে তাহ! তিনি সহ্য করিতে পারিতেন না, অতএব ঐ স্ত্রীর করে ধৰিয়া মন্দি রের দিকে লইয়া যাইতে লাগিলেন, ইহাতে ঐ স্ত্রী উচ্চৈঃস্ববে কহিলেন, অহে পুত্ৰ তুমি বিজয়ী। আলেকসগণ্ডর ” এই বাক্যকে দৈববাণীজ্ঞান করিয়া কহিলেন যে আমি আপলেণ৫* প্রত্যুত্তর পাইয়াছি, আর প্রশ্ন করণের আবশ্যক নাই। এইরূপ নিশ্চয় করিয়া তিনি মাসিডনে + পুনর্গমন পৰ্ব্বক কল্পিত মহাযুদ্ধের উদ্যোগারম্ভ করিলেন । তাহার ঐ যাত্রায় ডিঙ্গারোহণ করশের পূৰ্ব্বে কোনং আত্মীয় ব্যক্তিরা তাহাকে বিবাহ করিবার পরামর্শ দিলেন, যে হেতুক তদূর হার উত্তরাধিকারিত নিশ্চয় হইতে পারিৰে। কিন্তু রাজা স্বাভাৱিক উগ্র ছিলেন। অতএব ঐ পরামর্শ অগ্রাহ্য করিয়া কছিলেন যে গুীকের। * আমাকে প্রধান ধ্যক্ষ করিয়াছে, এৰপ২ অামাব পিতাও আমাকে সাহসিক সৈন্যগণ দিয়া গিয়াছেন, অতএব এমত সময়ে যদ্যপি আমি ৰিবাহ করণে কালব্যয় করি, এৰপ২ সেই স্ত্রীর গন্তে সন্তান জন্মিৰে সেই অপেক্ষায় থাকি, তৰে অতিশয় লজ্জার ৰিষয় হয়, অতএব আমি অবিলম্বেই যাইৰ এমত প্রতিজ্ঞা করিয়াছি।