পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ర్చీ; নগরের কিঞ্চিদূরে গাজামিলা + গ্রামের মাঠে অবস্থিতি কবিলেন। আৰ্ব্বেল নগরের সন্নিকটে এই যুদ্ধ হইয়াছিল, এই নিমিত্তে তাহাকে আৰ্ব্বেলাব । যুদ্ধ বলা যায়। আলেকসাণ্ডর * পরোক্ত স্থানে ডেরাইয়ের * শিবির করণ বাৰ্ত্ত জ্ঞাত হইয়া ক্রমিক গমন করিয়া শত্ৰুদেব হইতে কতক ক্রোশ অন্তরে উপস্থিত হইলেন ; পরে আপণ সৈন্যের বিশুাম কারণ চাহি দিবস তথায় অবস্থিতি কৰত পঞ্চদিবসেব বৈকালে গমন করিলেন ; ইহাৰ অভিপুায় এই যে পুতঃ কালে ডেরাক্টয়কে আক্রমণ কলিব ; কিন্তু তত্রস্তু পৰ্ব্বতোপবি উপস্থিত হইয়। তথা হইতে ডেলাইয়ের* সৈন্য দেখিতে পাইয়া অ লেকসাণ্ডব* গমনে নিবৃত্ত হইলেন, এব^ আপন প্রপ নং সৈন্যাপ্যক্ষ সকলকে তথায একত্র করিয়া তাহাদেব সহিত এই পরামশ করিলেন যে শত্ৰুদের সহিত এই ক্ষণেই সমবে প্রবৃত্ত হওয়া, বা এই স্থানে শিবির করা উচিত। কিছু কাল এই বিষয় পিতঞ্চ করণের পব শেষ বিষয অর্থাৎ কিছু কাল অবস্থিতি করাই পরামর্শ সিদ্ধ হইল, যেহেতুক তদুব আলেকসাগুর - রণ স্থল বিশেষমতে নিরীক্ষণ করিতে ও ডেরাইয়ের* কি প্রকাব সৈন্য সকল শ্রেণীবদ্ধ হইয়াছে তাহাও জ্ঞাত হইতে পারিবেন। ট্রক সৈন্যেরা যে শৃঙ্খলায় গমন করিতেছিল সেই মতই শিবির করিল, এব^ আলেকসাগুর * লঘূ অস্ত্রধারি পদাতিক ও রাজ সৈন্য দলের সীহ ত রণভfম প্রদক্ষিণ করিলেন । পার্মিানও" আলেক্সাণ্ডরকে" কছিলেন যে মহাশয়,শত্ৰুদিগকে অকস্মাৎ রাত্ৰিতে আক্রমণ করিলে অনায়াসে পরাজয় করিতে পরিবেন ; কিন্তু ভূপতি ইহাতে উত্তর করিলেন, যে আমি এমত অন্যায় ও গুপ্তরূপে জয়ী হইতে ঘৃণা করি ; দিবাভাগে সমুখ যুদ্ধ করিয়া তাহাদের পরাজয় করিতে প্রতিজ্ঞ করিয়াছি। যুদ্ধে জয়ী