পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vogy যে আলেকসাগুর * যে সকল কীর্তি করিয়াছেন তাহা তাহার পিত। ফিলিপের * কীৰ্ত্তি হইতে বিস্তুর নন। ভূপতিও মদ্যপানে মত্ত ছিলেন, এই নিমিত্ত তিনি ইছাতে আতিশয় কুপিত হইয়া এক ৰশাহন্তে ৰুরিয়৷ তদুর কুইটকে অপেন পদতলে হত্যা করিলেন। কিন্তু এই নিষ্ঠুব ও কুকৰ্ম্ম করিব। মাত্রেই তিনি অত্যন্ত শোকসাগৱে মগ্ন হইয়৷ কুইটের 苯 মৃত শরীরের উপর পড়িলেন, এব^ তাহ হইতে বর্শ টানিয়া লইয়া আপন বক্ষস্থলে বিদ্ধ করিতে উদ্যত হইয়াছিলেন, কিন্তু নিকটবর্তি ব্যক্তিদের নিমিত্ত তাহা করিতে পারেন নাই। যাহাহউক তিনি কিছুকাল পর্যন্ত অত্যন্ত মনোদুঃখে ছিলেন, কিন্তু পরে সাম্য হইয়। কীর্কি বৰ্দ্ধক ভুমণে যাত্রা করিয়া সেসি + দেশে প্রবেশ করিলেন, এবণ২ অক্লোর্ট * নামক তথাকার এক রাজাৰ সহিত সাক্ষাৎ হওয়াতে তিনি তাহাব কন্যা রাকসেনাকে * বিবাহ করিলেন । আলেকসাণ্ডর * তাবৎ পারস প্রদেশ অধিকার করিয়া শেষে ভারতনষ জয় করিতে প্রতিজ্ঞা করিলেন ; এই দেশ যে পৃথিবীর মধ্যে অতিশয ধনী ও আকাঙ্গাযোগ্য তাহ প্রাচীনের স্বীকার করিতেন এব^ এ কালেও সকলে কহেন । ঐ দেশস্থ গঙ্গা নদীর উভয়পাশ্বে যেমত এইক্ষণে হিন্দুরা বাস করে, পৰ্ব্ব ৰাসিরাও প্রায় তদ্রুপ ছিল । তাহাদের মধ্যে সাত প্রকার জাতি ছিল, তাছবি পৃথক ২ থাকিয়া পরল্পব বিবাহ করিতে পারিত না। অার এই প্রভেদ এমত দৃঢ়তর ছিল যে কেহ এক জাতি পরিত্যাগ করিয়া অন্য জাতিতে স°২fমলিত হইতে পারিত না । প্রথম জাতি ধর্ম রক্ষক অর্থাৎ ব্ৰাহ্মণ, দ্বিতীয় কৃষক, তৃতীয় গে। মেষাদি গালক, চতুর্থ বণিক