পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిe বিভ্ৰাট ঘটান এই আশঙ্কায় আপন পুত্র কাসাগুরকে * সাবধান করিয়া গেলেন । আন্টিগন • স~গ্রামে অতিশয় ক্ষমতাপন্ন ছিলেন বটে কিন্তু তাহার প্রতিযোগী ইউমিনিশ উাহ হইতে তদ্বিষয়ে প্রায় নূ্যন ছিলেন না। তাহদের উভয়ের মধ্যে এক যুদ্ধ আরম্ভ হইল, এব^ ইউমিনি * অাপন অধ্যক্ষদের বিশ্বাসঘাতকতা প্রযুক্ত পরাভূত হইয়াছিলেন বটে, তথাপি তাহার এমন যোগ্যতা ছিল যে অত্যন্ত্র অবশিষ্ট সৈন্য লইয়া তিনি নেরা f নামক দূণে আশুয় লইয়া কেবল শস্য ও লবণ আর জল আহার উপলক্ষ করিয়া ক্রমিক এক বৎসর ঐ স্থান কক্ষ। কবিয়াছিলেন, শেষে শত্রুর আত্রমণে ক্ষান্ত হইতে বাপিত হইল। আন্টিপেটৰ * মসিডনে পুনরাগমন করি বাব পঠেই পরলোক গমন করিলেন, আর আমবা পর্ক্সেই কহিয়াছি যে তিনি পলিপককে * অাপন উত্তবাধিক বিস্বরূপ মনোনীত করিয়াছিলেন , পলিপর্ক • অতিশয় অল্প বৃদ্ধি ও মিথ্যা গৌল বাকাজুী ছিলেন । এইক্ষণে তিনি অলিম্নিয়কে * মসিডনে+ পুনরাহ্বান করিয়া আপন অজ্ঞানতা প্রকাশ করিলেন, কেননা আন্টিপেটর বিবেচনা পৰ্ব্বক ঐ স্ত্রীকে দূর অন্তবে রাথিয়াছিলেন। ঐ স্ত্রীর যে প্রকার নিষ্ঠুর ও প্রতিহিংসক স্বভাব ছিল এৰযুনিমিত্তে তিনি অতিশয় দুনামগুস্তা ও দুঃখিত। হইয়াছিলেন এই ক্ষণে সেরূপ স্বভাব প্রকাশ করেন নাই, বর" অত্যন্ত রাজনীতি জ্ঞান ও বিবেচনা দেখাইয়াছিলেন। তাছার পরামশানুসারে ইউমিণি * পূৰ্ব্বদেশের নিমিত্তে সৈন্যাধ্যক্ষ স্বরূপ নিযুক্ত হইয়। . আন্টিগনের . প্রতিকুলে যাত্রা করিবার আজ্ঞা