পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ax ঐধিকন্তু অপবাদ এই যে তিনি ঐ যুক্তিতে সহায়তা করিয়া ছিলেন। অনুমান হয় ঐ প্রথম অপবাদ সত্য, কিন্তু শেষ বিষয়ে তিনি নিরপরাধ ছিলেন । সে যাহা হউক প্লাটীয়েৰা শতুত ক্রমে ভাস্থানীয় সভার মধ্যে র্তাহার বিরুদ্ধে কহিল, এবণ২ স্বদেশীয়ণের মধ্যে যে সকল লোক তাহার শক্তিতে ভয় অথবা দ্বেষ করিত, তাছারাও এই বিষয়ে তাহার প্রতিকূলাচরণ করিল। সপক্ষেপে কহি লোকেরা তাছার প্রতি এতাদৃশ কুদ্ধ ছিল, যে তাছার জাহাকে হত করিতে স্বস্ব মত প্রকাশ করিয়াছিল, এৰ- তাহাকে গ্রীকের সাধারণ সভার সমূথে ধরিয়া আনিতে লোকও পাঠাইয়াছিল। কিন্তু ভাগ্যক্রমে তিনি ইহার স^বাদ প্রাপ্তেই পলাইয়" প্রাণ রক্ষা করিলেন । তিনি প্রথমে কাগণইরা নামে উপদ্বীপে গমন করিলেন ; এব^তথাহইতে এভূ, মিট * নামক মলোশিয়দের * রাজার সভায় উপস্থিত হইলেন, কিন্তু ঐ রাজা উহাকে আশ্রয় দেওনে অশক্ত হওয়াতে তিনি সৰ্ব্ব শেষে সার্ডিতে প্রস্থান করিলেন ; সে স্থানে গিয়া পাশাঁ জুপতির পদতলে পড়িয়া আপন নাম ও দেশ এব^ দূর্দশা সকল এই রূপে কহিলেন ; যথা, আমি আমার কৃতঘুদেশের ৰিম্ভর উপকার কারসুছি, এইক্ষণে তোমার সেইরূপ উপকার করিব মনে করিয়া আসিয়াছি, আমার প্রাণ এই ক্ষণে তোমার হন্তে দিলাম, ভূমি দয়া ও রাগ দুই প্রকাশ করিতে পার ; কিন্তু দয়া করিলে একজন কৃতজ্ঞ অধীনের প্রাণ রক্ষা হয়, এব- কোপ করিলে গুীক দেশের অতিশয় শত্ৰু নষ্ট হয়, কেননা এইক্ষণে আমি গ্রীকদেশের মচিশয় শত্ৰু হইয়াছি । রাজ৷ ইহা শুনিয়া প্রথমে কোন উত্তর করিলেন না, তথাচ এতাদৃশ বক্তৃতা ও নিৰ্ভয়তায় চমৎকৃত হইলেন । কিন্তু শাস্তু এই বিষয়ে আষুদি প্রকাশ করিয়া সভাসদদিগকে কহিলেন, যে থেমিষ্টাকুর* আমার নিকট আগমন