পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

33 বড়াড়ি। বড় অদভুত দেখিল বেকত নবঘন আসি নামে । সে জন জলদ পুঞ্জ ঘোর অতি বসিয়া কুসুম দামে ॥ মেঘের উপরে চাদ ফলিয়াছে হের না আসিয়া দেখ। এই সব গোপী প্রেমের নবরূপী কেমনে জলদ রেখ ৷ মেঘে র্চাদ ফলে নাহি কোন কালে নাহি তার পাতা ফুল। চারু শাখা তায় দেখিল তথায় মেঘের গঞ্জন দূর ॥ শাখায় শাখায় তার সরু ডালে বিংশতি চাদের খেলা । আর চারু মূলে বিশ শশধর । চাল্লিশ চাদের মেলা ॥ মেঘের উপর নাচিছে ময়ুর তাহার গর্জন শুনি । সহস্ৰ গো ভূষণ মুখেতে নাচত একহি ফণী ॥ ফল যুগল তাহে শশধর বেড়িয়া রহেছে ওই । এ রস মাধুরী চতুর চাতুরী বুৰিতে না পারে কই। কুলিশ যুগল তার পরে ফুল তাহে সে চাতক আশে। চাতক বাদর মেঘ রসালিয়া সে জন আছিয়ে শেষে ॥ ७झे छूहे श्रीमद्र পাইয়া বাদর দেখিয়া গোপের নারী । চণ্ডীদাস × ი 6 ૨૦ ૨ (t Woe চণ্ডীদাস বলে বেকত বুঝি:ে এই পদে রাধাকৃষ্ণের যেখানে সাধন-তত্ত্ব বলিবার ত চণ্ডীদাস প্রহেলিকার ভাষ সাধারণে জানিতে পারুক, ই ইহার অর্থ টানিয়া বাহির তবে সাধক ভক্তগণের নিকট চণ্ডীদাসের এরূপ পদ অনেক J “আগে বড়াই কি দেখি অদভুত, নয় কিরূপ করি দেখাইয়া দিন মেঘে উপজল না জানি কে হাসিয়া বড়াই ও মেঘ ও র্চ চাদ আর পি দুই তনু এক কো কহু আ \G|| দেখ রাধা বি কজস্ব’তরুর দুহু তনু আ , চণ্ডীদাস দেf ২ । নয়নে না ধরে—চ ১৪। উজোর—উজ্জল । خ-یہ. ዓ»