পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপায় হইলে তবে সে যাইবে নহে বা কি আর হবে ॥ কিলে পার হব না জানি পাতার কেমনে যাইব পার । 勒 噪 韌 聯 韌 聯

  • * * * *

• বড়াই কহিছে চাহি রাধা পাশে “শুনগো আমার বাণী । কামুর চরণে বিনতি করহ পার করে গুণমণি ॥” চণ্ডীদাস দেখি যমুন তরঙ্গ ইহার উপায় কই । এই দরিয়াতে আনের শকতি নাহিক কালিয়া বই ॥ ৫ । পেরাব—পার হইব । २४ । कझे--- पश्,ि पजिरथ८छ्भ । X RS નજી1f# “হেদেহে নাগর চতুর শেখর সবারে করিবে পার । যাহা চাহ দিব ও পার হইলে তোমার শুধিব ধার ॥ মনে না ভাবিহ তোমার মজুরী যে হয় উচিত দিয়ে। তবে সে গোপিনী যত গোয়ালিনী যাবত ও পার হয়ে ॥” হাসি কহে কামু করে লয়ে বেণু “শুনহ মুন্দরী রাধা। তোমা পার করি দিতে সে আমার • তিলেক নাহিক যাধা । চণ্ডীদাস SQ ❖ ሳ (t X o তাহাই করিব রাধা পার কর ፃ¢ তবে করি পার ও পারে রাখিব; p শুন গোয়ালিনী যত । * 9 ও পার হইলে কত দান নিব ১৫ লইব সবার সুষ্ঠ ॥” বুট কহে তাতে “কিবা নিতে চাহ কহ না বেকত করি । যাহা চাহ দিব শুনহ পরাণ হরি ॥” 3 o চণ্ডীদাস বলে শুন রসময় কান ৷ বিলম্ব না কর ইহাতে নাহিক আন ॥ নাগর চতুর . মনে অন্য কিছু ভাবিও না। S露 কঁ গঁড়। হাসিয়া নুগর চতুর শেখর যতনে আনল তরি । চাপায়ে রাধারে সবারে স্বধায় খেয়া দেয়া আছে ভারি ॥ একে একে করি সবে পার করি ৫ আমার এ না’ টি ভাঙ্গ । পাছে দরিয়াতে ডুবহ বেকতে মোটা আছে কার গ! ॥ ক্ষীণ যার গায় চড়সিয়া নায় সবারে করিব পার । \ o ye মোর কাছে থোহ বচন শুনহ। - • "*بیے • যত আভরণ ভার ॥ .* রাধা বলে ভালু দানের বিচার বিষম দানীর লেঠা ;