পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস আজু চল ঘরে যাব কুতুহলে \ ধেনুগণ কর মেলা ॥ আজুকার গোঠে হইল সঙ্কটে বিপাক পড়িয়া গেল । У о ধেনুগণ লয়৷ হৈ হৈ রব দিয়া আজুকার মত চল ॥ প্ৰথে চলি যায় মাঝে যত্নরায় মুরলী বদনে গায়। শিঙ্গা বেণু রবে আনন্দে চলয়ে ১৫ গোকুল মুখেতে ধায় ॥ যমুনা পুলিন প্রবেশ হইয়৷ নিজ গৃহে চলি যায়। ধেনুগণ গৃহে রাখিয়ে গোপনে যশোমতী মুখ চায় ॥ ૨૦ কোলেতে লইয়া নন্দের ননদন यानि विल नाम । কত শত শত অমিয়া পাইয়া রসের আনন্দে ভাসে । "এতক্ষণ কোথা হিয়া দিয়া ব্যথা ২৫ গেছিলে কোন বা বনে। এখানে এ ধর গৃহমাঝে ছিল পরাণ তোমার সনে ॥ আঁখির তারাটি গেছিল খসিয়া এবে আঁখি আসি বসি ।” Ψ) ο চণ্ডীদাস বলে ক্ষেণেক নেহ'লে ও মুখ বদন শশী ॥ ২ । উছর—উচ্চ, অনেক । २१ । १द्र-श्रृंद्रौद्र । ৩• । তারাটি আবার আসিয়া চক্ষুতে বসিল। তুমি বাড়ী আসিলে, আবার চক্ষুর দৃষ্টি ফিরিয়া পাইলাম। e ബ=ബ § 18 a & পূরবী I •s তুমি মোর প্রাণ - পুখলি সমান যতক্ষণ নাহি দেখি । হৃদয় বিদরে . . . তোর অগোচরে মরমে মরিয়া থাকি ৷ যেন বা কি ধন अभूशा व्रउन পাইয়া আনন্দ বড়ি। ভাসি অশ্রুজলে আনন্দহিল্লোলে গৃহকাজ যত ছাড়ি ॥ শুনহ কানাই আর কেহ নাই কেবল নয়নতারা । অ’াখির নিমিখে পলকে পলকে \ " কত বার হই হার ॥ মরু মেন যত ধেনু গাই তোমার বালাই লয়ে । কালি হৈতে বাপু ধেনু গোঠ মাঠ না পাঠাব বন দিয়া ॥ কি বলিব,নন্দ তোমার যুকতি কামু পাঠাইয়া বনে । না জানি কখন কিবা জানি হয় হেন লয় মোর মনে ॥ বনে ভয়ঙ্কর বৈসে ভয়ঙ্কর শাৰ্দ্দল ভুজঙ্গ রহে। জানিবা কখন করয়ে দংশন এ বড়ি বিষম মোহে ॥ আনের অনেক আছে কৃত জন আমার পরাণ তুমি । ভাল মন্দ হৈলে অখির পণ্ঠকে ' ' • তখনি মরিব আমি ॥ " চণ্ডীদাস বলে, অতি বড় স্নেহ দেখিল শো মায়ু Y a Y& २० સ્વ: vද්‍රිය