পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস কুলবতী হয়ে পর পতি লয়ে \ এমতি করহ নিতি ॥ যে শুনি শ্রবণে পরের বদনে নয়নে দেধিমু তাই । দাদা ঘরে এলে করিব গোচর ১৫ ক্ষণেক বিরাজ রাই ॥’ নিষ্ঠুর ব্ৰচনে কঁাপিছে পরাণে মরিয়া রহিমু লাজে। ফিরাইয়া অাখি গরবেতে থাকি সঘনে আমারে যজে ॥ २० এক হাতে সখি কচলিয়া অাখি নয়ানে দেখি যে আর । { চণ্ডীদাসে কয় কিবা কুলভয় কালুর পীfরতি যার ॥ ১ । শরনে—শধ্যায় । ৩ । করমে—মরমে—পাঠাস্তর-ভরমে—ত্ৰমে । ¢ ! १ींश्ज-बंभ । ২• । বঙ্গে—গর্জন করে । >ᎲᎨ ললিত । আর একদিন সখি শুতিয়া আছিমু। বঁধুয়া ভরমে ননদী কোড়ে নিমু ॥ বঁধু নাম শুনি সেই উঠিল রুষিয়া । বলে তোর বঁধু কোথা গেল পলাইয়া ॥ সতী কুলবতী কুলে জালি দিলি আগি।। ৫ আছিল আমার ভালে তোর বধভাগী ? শুনিয়া বচন তার অধির পরাণী । কাপয়ে শরীর দেখি জাখির তাজনি ॥ এমত যে ডরি সখি পাপিনীর হাতে । না । বনের হরিণী থাকে কিরাতের সাথে ॥ ১০ ye / দ্বিজ চণ্ডীদাস বলে পীরিতি এমতি । / যার যত জ্বালা তার ততই পীরিতি । ৭ । অধির পরাণী—প্রাণ অস্থির। ৮ । তাজনি—তর্জন। ৯ । কেমনে এড়াব সখি তাপিনীর হাতে-পাঠ্যস্তর । Af డిy: शिख्छन् । পরাণ-বঁধুকে স্বপনে দেখিলু বসিয়া শিয়র পাশে। নাসার বেশর পরশ করিয়া ঈষৎ মধুর হাসে । পিঙ্গল বরণ বসনখানিতে মুখানি আমার মুছে । শিথান হইতে মাথাটি বাহুতে রাখিয়া শুতল কাছে ॥ মুখে মুখ দিয়া जभांन इक्केब्रां বঁধুয়া করিল কোলে। চরণ উপরৈ চরণ পশারি পরাণ পাইমু বলে। অঙ্গ-পরিমল সুগন্ধি চন্দন কুঙ্কুম কস্তী পারা। পরশ করিতে রস উপজিল জাগিয়ে হইমু হারা ॥ কপোত পার্থীরে চকিতে বঁটুিল বাজিলে যেমন হয়। চণ্ডীদাস কহে এমন হইলে আর কি পরাণ রয় *N ৭। শিথান—বালিস । * f." ১৬। যখন চেতন হইল, তখন আর বঁধুকে পাইলাষ 酸 @ * .جھ* Y6. . २०

  • -(