পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ জাখ যায় পিয়া চাহে উলটিয়া। বয়ান নিরখে কত কাতর হইয় ॥ নিগুঢ় পীরিতি পিয়া করেন বহুক । চণ্ডীদাস কহে হিয়ার ভিতরে রন্থক। চণ্ডীদাস ৪। কত চেষ্টা করে। পাঠান্তর-কত চাটু বোলে। రి श्रृंह३ ।। এমন পীরিডি কভু দেখি নাই শুনি। পরাণে পরাণ বাধা আপনি আপনি ॥ তুহু কোড়ে দুহু কাদে বিচ্ছেদ ভাবিয়া । ত্তিল আধ না দেখিলে যায় যে মরিয়া ॥ জল বিনে মীন জমু কবহু ন জীয়ে । মামুবে এমন প্রেম কোথা ন শুনিয়ে ॥ ভানু কমল বলি, সেও হেন নহে । হিমে কমল মরে ভামু মুখে রহে ॥ চাতক জলদ কহি, সে নহে তুলনা । সময় নহিলে সে না দেয় এক কণা ৷ কুসুমে মধুপ কহি, সে নহে তুল । না আইলে ভ্রমর আপনি না যায় ফুল। কি ছায় চকোর চাদ তুহু সম নহে। ত্রিভুবনে হেন নাই চণ্ডীদাস কহে ॥ 3 गिबूछ । এমন পীরিত কভু দেখি নাই শুনি। নিমিখে মানয়ে যুগ, কোড়ে দূর মানি ॥ সমুখে রাখিয়া করে বসনের বা । মুখ ফিরাইলে তার ভয়ে কাপে গা । • *४कङकू tइग्नां ८भांब्रां ब्रजनैौ cशां७f३ ।। J মুখের সাগরে ডুবি অবধি না পাই । হয় না, মনে হয় যে ভাল হইত। রজনী প্রভাত ৰৈলে কাতর হিয়ায়। . দেহ ছাড়ি মোর যেন প্রাণ চলি যায়। সে কথা বলিতে সই বিদরে পরাণ । চণ্ডীদাস কহে সই সব পরমাণ ॥ } e ২ । কোড়ে দূর মুনি—কোলে থাকিলেও তৃপ্তি ১০ । পরমাণ—প্রমাণ—ঠিক, সত্য। >》级 श्रुइटैं । একদিন যাইতে ননদিনী সনে । pায়বদ্ধর কথা পড়ি গেল মনে ॥ ভাবে ভরল মন চলিতে না পারি। অবশ হুইল তনু কাপে থরথরি ॥ কি কহিব সখি, সে হইল বিষম দায় । ঠেকি বিপাকে আর না দেখি উপায় ॥ ননদী বলয়ে হেঁ লো কিবা তোর হইaা । চণ্ডীদাস বলে উহার কপালে যা ছিল ৷ 鲁神心 १||ंiङ्ग । সাত পাচ সখী সঙ্গে বসিয়া ছিলাম রঙ্গে হেন কালে পাপ ননদিনী । দেখিয়া আমাকে তার কাছে ডাকে “আইস শ্যাম-সোহাগিনী ॥ রাধা তোমারে কহিতে কি ! দুই চারি দিন কাণেতে শুনিয়াছি ৷ ‘ · তুমি কোন দিনে যমুনা-সিনানে গিয়াছিলে मैकि এক { রে আছি, আরও নিকট হইলে আমিছ ? কথা,