পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

რ\ეტg নয়মে নয়নে রাখিবে পরিতি। ব্লগের উদয় এই সে রীতি ॥ রাগের উদয় বসতি কোথা । ममन झांमनcशीवन यथ ॥ মদন বৈসে বাম নয়নে। মাদন বৈসে ক্ষিণ কোণে । শোষণ বাণেতে উপানে চাই । মোহন কুচেতে ধরয়ে ভাই। স্তম্ভন শৃঙ্গারে সদাই স্থিতি। চণ্ডীদাস কহে রসের রুতি ॥ ፃፃ¢ কাম আর মদন দুই প্রকৃতি পুরুষ। তাহার পিতার পিতা সহজ মানুষ ॥ তাহা দেখ দূর নহে আছয়ে নিকটে। ব্ৰহ্মাও ভিতরে তেঁহ রহে চিত্রপটে ॥ সপের মস্তকে যদি রহে পঞ্চ মণি । কীটের স্বভাব-দোষে তাহে নহে ধনী ॥ গোরোচনা জন্মে দেখ গাভীর ভাণ্ডারে। তাহার যতেক মূল্য সে জানিতে নারে ॥ স্বন্দর শরীরে হয় কৈতবের বিন্দু। কৈতব হৈলে হয় গরলের সিন্ধু। অকৈতবের বৃক্ষ যদি রহে এক ঠাই। নাড়িলের বৃক্ষের মূল ফল নাহি পাই ॥ নিদ্রার আবেশে দেখ কপাল পানে চেয়ে। চিত্রপটে নৃত্য করে তার নাম মেয়ে ॥ . নিশিযোগে শুক শারী সেই কথা কয় । g চণ্ডীদাস কহে কিছু বাশুলী কৃপায় ॥ ፃፃቈ শৃঙ্গার রস বুঝিবে কে। সব রস-সার শৃঙ্গার এ'। ヘS、sい" क्लसँोझोग • Xe 6. 6. X o X6. ਾਂ मब्रम बूस्तक । भद्मम ब्रूबिनि। शृङ्गष षट्च ॥ . রসিক ভকত শৃঙ্গারে মরা। . সকল রসের শৃঙ্গার সারা ॥ কিশোর কিশোরী দুইটি জন । শৃঙ্গার রসের মূতি হন। গুরু বস্তু এবে বলিব কায় । বিরিঞ্চি ভবাদি সীমা না পায় ॥ কিশোর কিশোরী য়াহাকে ভজে । গুরু বস্তু সেই সদা যজে ॥ চণ্ডীদাস কহে না বুঝে কেই। যে জন রসিক বুঝয়ে সেহ ॥ ፃፃፃ রসিক রসিক जबांझे कङ्tग्न . কেহ ত রসিক নয়। ভাবিয়া গণিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গোটিক হয় ॥ সখি হে, রসিক বলিব কারে । বিবিধ মশলা রসেতে মিশায় রসিক বলি যে তারে ॥ রস পরিপাটী স্ববর্ণের ঘটী সম্মুখে পূরিয়া রাখে। খাইতে খাইতে পেট না শুরিবে তাহাতে पूबिग्न siび等欄 সেই রস পান , রজনী দিবসে অঞ্জলি পুরিয়া খায়। क्षझक्न कब्रिएल দ্বিগুণ বাড়ীয়ে উছলিয়া বহি যায় ॥ চণ্ডীদাস কহে গুন রসবতি তুমি সে রসের কূপ। 6. Y o X • 36.