পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( . ) তার মদনমোহন লীলা। চেতন সহিতে চড়ি মনোরথে করএ বিবিধ খেলা ৷ পাপ ভয় করি মনে তারে ছাড়িতে চাহি যেমনে । বাঢ়িল মদন করিল রমণ যাপল রমণী সনে। লে জগভজননী উমা রাখিতে নারিল আমা । দেখিএঃ সে রূপ নবীন পীরিত জাতিকুলে দিল সীমা ॥ যভ মনে করি বারা তভূ রঙ্গক রমণী সার । - চণ্ডীদাসে বলে নবীন পীরিতে জীয়ুস্তে হইলাম মরা ॥ ( t ) তার পর দিনে দেবী আরাধনে বসিলাম যতন করি। আই শুভ দিনে দেবীবার স্বর্ণ আদিনায় পেখলু গোরী। তীয় মন চলি গেল কেন । দেখিএঃ সে রূপ নবীন পিরীতি স্মরণ লইলা যেন ॥ শুন শুন দেবী তোম। আমি সে বিফল হইল মোর । পুণ্য ধৰ্ম্ম গেল মোক্ষাদি সকল চরণ না পেলাম তোর ॥ দেবী কহে পুন শুনহ বচন বিরোধ না বাস তুমি। বহু ভাগ্যের উদএ শুভার যোগবলে জানি আমি ॥ জনম সফল জামৃত্যু গেল ঘুচিল যতেক দায়। হরিহর ব্ৰহ্মা পুষ্ট (?) দিক কথা ধেয়ানে নাহিক পায় ॥ পিরীতি রতনে করিবে যতন আমার বচন মানি। ভজ শুদ্ধরতি স্বরূপেতে স্থিতি প্ৰেম অমুসারি গণি ॥ ইহাকে নাহি সারাৎসার জানিবে জগত মাঝে । আমি হেন কত দৈবী দেবী গেলে • * কি করে তোমার কাজে ॥ চণ্ডীদালে কয় এই সত্যু হয় স্বভাব স্বরূপ দেহ। বাগুলি বচনে সত্য জানি মসে ধোবিনী সঙ্গতি লেহা । ( & ) দুরতি দূর সে প্রেমরতি পুনে এক * * बंग छत्र . এমতি জানিঞা রসিক দেখিএঃ করিবে সে নারী সঙ্গ রসিক জানএ রসের চাতুরী সেই সে তাহার সোণায় সোহাগা যেন । রসের পরাণে প্রেমের পিরীতিমিশাইঞা আছে তেন৷ না দেখিলে মরি দেখিলে কি করি হিয়াএ হিয়াএ খুব। আপন বেচিঞ। তাঁহারে কিনিব লোকাপেক্ষা नiश् िनिव ॥ লোক কুবচন গুরুর গঞ্জন মেল মানিলাম বিষে । চণ্ডীদাসে বলে গোপত না হল্যে পরকীয়া হবে কিলে ( . ) e খামের কিরণ শরনহি বন ছটার কিবা সে ছবি। হেন মনে হয় যদি লোক ভয় নয় কোলে করি (5copi (Reqsl || ( לצ ) নিলেদ () নীলজ বনমালি। বাখনে কি ভেটে চন্দ্রাবণী ॥ হেমঘট দেখিয়া পাথরে। সে রাধার মন সাভ পাচ করে। মাকড়ের হাতে নারিকল । থাইতে সাধ ভাঙ্গিতে নাছি বল ॥ সাপের মাথা ফণি জলে । বড়, কহে বাগুলির বলে । ( & ) অথ কলহান্তরিত। কেন বা কালুকে আমি উপেখি আইয়ু । আপনি আপনি কেন গরল খাইনু ॥ হায় হায় কি মাটি পাইয়া মুই এমতি করিমু । হাতের রতন পীয়ে ফেলাইমু ॥ স্বধী পিবইভে গেয় ডুবিলাম বিষে । হিয়া দগদগি হইল জুড়াইব কিলে । চন্দন তরুর কাছে গেলাম ভালে । ठायुtङग्न विरुफण रुहेण cशयtण ॥ কি জানি ললাটে মোর এমতি আছিল । চণ্ডীদাস কয় সই উদয় হুইল ।