পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W. -: চণ্ডীদাস "HI ’ ভাণ্ড ধনু ভঙ্গী ঠাম নয়ানকোণে পূরে বাণ হাসিতে খসয়ে সুধারাশি ॥ • সই, এমন সুন্দর বর কান। (t হেরি সে মৃরতি সতী ছাড়ে নিজপতি তেয়াগিয়: লাজ ভয় মান ॥ এ বড় কারিকরে কঁদিলে তাহারে প্রতি অঙ্গে মদনের শরে । যুবতী ধরম ধৈর্য ভুজঙ্গম ১০ দমন করিবার ভরে ॥ অতি সুশোভিত বক্ষঃ লিস্তারিত দেখিমু দপণাকার । তাহার উপরে মালা বিরাজিত কি দিব উপমা তার ॥ (t নাভির উপরে - লোমলতাবলী সাপিনী আকার শোভা । ভুরুর বলনি কামধনু জিনি ইন্দ্ৰধনুকের আভা ৷ চলণ-নখরে বিধু বিরাজিত ১০ মণির মঞ্জীর তায় । চণ্ডীদাস-হিয়া সে রূপ দেখিয়া চঞ্চল হইয়। ধায় ॥ ৩ । ক্র, ধন্থক ; দৃষ্টি, শর। ৬ ৭ । কেহ বিরুদ্ধ ভাব মনে আনিলেন না । সমস্ত - v্যাগ করিয়া শরণাগত ন হইলে ভগবানকে পাওয়া যায় না। চণ্ডীদাস পুন:পুন: এই কথা বলিয়ছেন। শ্ৰীকৃষ্ণ গীতাতেও এই উপদেশ দিয়াছেন। • 1 મિનિ-મર્ઝન I , o ჯა ი

  • শুামের বরণছটার কিবা ছবি । কাটী মদন জন্ম নিন্দিয়া শ্যাম তনু

উদইছে যেন রবি শশী ॥ কিবা সে শ্বামের রূপ স্থধাময় রসকুপ নয়ন জুড়ায় যাহা চেয়ে । * ৫ হেন মোর মনে হয় যদি লোকভয় নয় কোলে করি যেয়ে ধেয়ে ॥ তরুণ মূরলী করিল পাগলী রহিতে না দিল ঘরে । সবারে বলিয়া বিদায় লইব ১০ কি কলে সোদল পরে ॥ ধরম করম দূরে তেয়াগিল মরমে লাগিল যে । চণ্ডীদাস ভণে আপন পবাণে বুঝিয়া করিবে সে ॥ Ꮌ☾ * গ্যামের বরণ—ষ্ঠামের বদন পাঠান্তর । ৩ । উদইছে---উদয় হইতেছে । ১৫ । ঠিক কথা । ভগবান যদি “মরমে লাগিয়া” থাকেন, ৩বেই তুমি “ধরম করম” সব ত্যাগ করিতে প{fরবে। নচেৎ ত্যাগ সম্ভব নয় । - * tামোদ জলদবরণ কাষ্ট্র দলিত অঞ্জন তমু উদইছে শুধু স্থধাময়। নয়ন-চকোর মোর পিতে করে উতরোল নিমিখে নিমিখ নাহি সয় ॥ সই, দেখিলু স্যামের রূপ যাইতে জলে । ৫ ভালে সে গোকুলনারী হইয়াছে পাগলী সকল লোকেতে বলে ॥ কিবা সে চাহনি ভূবনভূলনী gশাভিত গলের মাল । মধুর লোভে ভ্রমরা বুলে ১০ লেডিয়া শুহি রসাল ॥