পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ 8 দেখা যাইত। চন্দ্রনাথ আগ্রহের সহিত অনেক সময় এইদিকে চাছিয়া থাকিত। রন্ধন সামগ্রীর উপরেই যে আগ্রহ তাহা নহে, তবে রন্ধনকারিণীকে দেখিতে বড় ভাল লাগিত । বিধবা মুন্দরী। কিন্তু মুখখানি যেন দুঃখের আগুনে দগ্ধ হইয়া গিয়াছে। যৌবন আছে কি গিয়াছে সেও যেন আর চোখে পড়িতে চাহে না । তিনি আপন মনে আপনার কাজ করিয়া যান, নিকটে কেবল একটি দশমবর্ষীয়া বালিকা রন্ধনের যোগাড় করিয়া দিতে থাকে । চন্দ্রনাথ অতৃপ্তনয়নে তাহাই দেখে । কিছুদিন তিনি চন্দ্রনাথের সম্মুখে বাছির হইলেন না। আহাৰ্য্য সামগ্ৰী ধরিয়া দিয়া সরিয়া যাইতেন। কিন্তু ক্রমশ: বাহির হইতে লাগিলেন। একে ত চন্দ্রনাথ বয়সে ছোট, তাম্বতে এক স্থানে উধিক দিন ধরিয়া থাকিলে একটা আত্মীয় ভাব আসিয়া পড়ে। তখন তিনি চন্দ্রনাথকে ধাওয়াইতে বসিতেন—জননীর মত কাছে বধিয়া যত্নপূর্বক আহার করাইতেন। . : আপনার জননীর কথা চন্দ্রনাথের স্মরণ হয় না,ঞ্জিদিন মাতৃহীন চক্ৰনাথ পিতার নিকট লালিত পালিত হইয়াছিল। পিতা সে স্থান কতকপূর্ণ রাখিয়াছিলেন সত্য,কিন্তু এরূপকোমল স্নেহতথায়ছিলনা। পিতার মৃত্যুতে চন্দ্রনাথের বুকের যে অংশটা খালি পড়িয়াছিল শুধু যে তাহাই পূর্ণ হইয়া আসিতে লাগিল তাহা নহে, অভিনব মাতৃস্নেহ-রসে তাহাকে অভিভূত করিয়া ফেলিতে লাগিল। একদিন চন্দ্রনাথ হরিয়ালকে জিজ্ঞাসা করিল, আপনার নিজের বলিতে কেছ ত নাই বলিয়াই জানি, কিন্তু ইনি কে ?