পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ Հեր দুই জনে একটা ঘরে আসিয়া বসিলে, দয়াল ঠাকুর কছিলেন, তার পর ? - সে কছিল, স্বলোচনা—যার হাতে আপনার অন্ন প্রস্তুত হয় তাকে কোথায় পেলেন ? - এইখানেই পেয়েছি। দুঃখীর কস্ত, তাই আশ্রয় দিয়েছি। টাকাওলা লোককে আশ্রয় দিয়েছেন, এ কথা আমি বলছি না । কিন্তু সে কি জাত, তার অনুসন্ধান করেছেন কি ? দয়াল ঠাকুরের সমস্ত মুখমণ্ডল একেবারে বিবর্ণ হইয়া গেল। ङिनि বলিলেন, ব্ৰাহ্মণ-কল্প, বিধবা শুদ্ধাচারিণী, তার হাতে খেতে দোষ কি ? ব্ৰাহ্মণ-কস্তা এবং বিধবা, এ কথা সত্য, কিন্তু কেউ যদি কুল ত্যাগ করে চলে যায়, তাকেও কি শুদ্ধাচারিণী বলা চলে ? না, তার ছাতে খাওয়া যায় ? - দয়াল ঠাকুর জিভ কাটিয়া বলিলেন, শিব। শিব তা কি খাওয়া যায় । । - তবে তাই। পনেরো-ষোল বৎসর পূৰ্ব্বে স্থলোচনা তিন বছরের একটি মেয়ে নিয়ে গৃহত্যাগ করে,এবং তাকেই আশ্রয় দিয়ে আপনি নিজের এবং আর পাঁচ জনের সৰ্ব্বনাশ করেছেন! প্রমাণ ? - প্রমাণ আছে বৈকি। তার खछ छदेवन না ! ধীর সঙ্গে. ‘কুলত্যাগ করেন, সেই অসীম প্রেমাম্পদ রাখাল ভট্টচাষ এখনো বেঁচে আছেন।