পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শচন্দ্রনাথ g - @b" সরযুর কাছে আসিয়া কছিলেন, কেম, এই কাগজখানিতে তোমার নামটী লিখে দাও । কাগজ হাতে লইয়া সরযু মুখপানে চাহিয়া কহিল, কেন মামিমা ? যা কলচি, তাই কর না বেীমা । কিসে নাম শিখে দেব, তাও কি শুনতে পাবে না? হরকালী মুখখান ভারী করিয়া কছিলেন, এটা বাছা তোমারই ভালর জন্তে । তুমি এখানে যখন থাকৃবে না, তখন কোথায় কি ভাবে থাকবে, তাও কিছু আমরা সন্ধান নিতে যাব না। তা বাছ, যেমন করেই থাক না কেন, মাসে মাসে পাঁচ টাকা করে খোরাকী পাবে। এ কি মন ? : - sས་པས་མ་ན་ਾਂ ধরযু বুঝিত ! এবং এষ্টদ্বিতীক্ষাজশার বুকের ক্ষিত বৈস্থিত গ্রন্থ ছিল তাছাও বুঝিল, কিন্তু যাহার প্রাসাদতুল্য জটালিকা নদীগর্ডে ভাণ্ডিয়া পড়িতেছে, সে জার মানকতক ইট কাঠ_াচাইবার_দ্ৰন্থ নদীর সহিত কলঃ কুরিতে চাঁছে না। সরযু সেই কথা ভাবিল। তথাপি একবার হরকালীর মুখের পানে চাহিয়া দেখিল। দেই দৃষ্টি। যে বৃষ্টিকে হরকালী মৰ্ব্বান্তকরণে ঘূণা করিতেন, ভয় করিতেন, আজও তিনি এ চাহনি সহিতে পারিলেন না। চোখ নামাইয়া ই শামিম, লিখে দিই। সরযু কলম লইয়া পরিষ্কার করিয়া নিজের নাম সই করিয়া দিল। ।