পাতা:চিকিৎসাসার.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> e > নপাইলে এবং অধিক বাতাসের বল হইলে অর্থাৎ ঝড় হইলে বন্দ হয়। আর লোক সকল অতিশয় দুৰ্ব্বল হইলে, অর্থাৎ রৌদ্রেতে পরিশুম করিলে কিম্বা বর্ষাতে অনাহারী হইয়া অধিক চলিলে, কিম্বা শরীরের অস্বাস্থ্যতাহেতু অতিশয় দুর্বল হইলে ওলাউঠা হয় । দ্বিতীয়। মন্দ বাতাস লাগিলে, কিম্বা কাচা ফল, কিম্বা পান্ত ভাত খাইলে ওলাউঠা হয় ; আর যে সময়ে শরীর অতিশয় গরম থাকে, সেই সময়ে অামানি কিম্বা জল অধিক খাইলে উক্ত ব্যাধি হইতে পারে। তৃতীয়। নীচস্থ স্থানে বাস করিলে উক্ত রোগ হয় । আর যে স্থানে বহু লোকের বসবাস থাকে অর্থাৎ শহর স্থানে নানা প্রকার ময়লা জমা হইবায় বাতাস খেলিতে পারে না, এই হেতু সে স্থানে মন্দ বাতাস উৎপন্ন হয়, এই জন্যে পল্লীগ্রামহইতে শহরেতে উক্ত রোগ অধিক হয় । উপায় । প্রথম । ঘরের চতুদিগে কিম্বা গ্রামসমুহ পরিস্কার করিবে, যেন পচা কিম্বা ময়লা কিম্বা দুৰ্গন্ধ জল থাকিতে না পায় । দ্বিতীয় । ঘর উচ্চ করিবে, যেন ঘরের মেজে না সোতায় ; আর ঘরেতে খিড়কী রাখিবে, যেন বাতাস সৰ্ব্বদা যাতায়াত করিতে পারে । к 3