পাতা:চিকিৎসাসার.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ ২ তৈয়ার করিয়া প্রথম দিবস সন্ধ্যার সময়ে ছুইটী গুলি খাওয়াইবে ; পরদিবস প্রাতঃকালে গন্ধক এক ছটাককে উত্তম ৰূপে চুর্ণ করিয়া কিঞ্চিৎ মাথ গুড়ের সঙ্গে মিশাইয়া খাওয়াইবে। এই প্রকারে যে পৰ্য্যন্ত আরাম না হয় প্রত্যহ খাওয়াইবে । বাতের বিবরণ । চিহ্ন । বড় ২ গাইটেতে বেদন হয় ; কখন ফুলিয়া উঠে ও লালবর্ণ হয় ; শুইবার সময়েও বেদনা করে, এবং চলিবার সময়ে অধিক বেদনা করে । কারণ | সরদি । সেণতা কিম্বা ভিজে মাটীতে শয়ন করিলে অথবা শরীর ভিজিলে সরদি হয়, তাহণহইতে উক্ত রোগের উৎপত্তি হয় । উপায় । এই রোগ হইবাতে, গণইটে অধিক বেদনা হইয়া যদি স্যাৎ ফুলিয় উঠে, তবে সেই স্থানেতে প্রথমে জোক বসাইবে । পরে, পারা . . . . . . . . . . . . ৷° রতি ফলখডি • • • • • • • • • • ৪ હો